| |
               

মূল পাতা জাতীয় গণমাধ্যম এক যুগ পর “আমার দেশ” পত্রিকার নতুন যাত্রা


এক যুগ পর “আমার দেশ” পত্রিকার নতুন যাত্রা


রহমত নিউজ     20 December, 2024     03:50 PM    


বন্ধ হওয়ার প্রায় এক যুগ পর বাজারে আসছে “আমার দেশ” পত্রিকা। আগামী রোববার (২২ ডিসেম্বর) থেকে পত্রিকাটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, শূণ্য থেকে দুইমাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। তবুও প্রথমদিন থেকেই পাঠকের চাহিদামত আমার দেশ পত্রিকা। পুন:প্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পত্রিকাটি যত দ্রুত সম্ভব সঠিক খবর তুলে ধরার চেষ্টা করবে। এর মধ্য দিয়ে জনগণ আবার পত্রিকা পড়ার অভ্যাসে ফিরবে।

প্রসঙ্গত, ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দশ দিনের জন্য আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়। এরপর ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য; ২০০৪ সালে দৈনিক আমার দেশ পত্রিকার যাত্রা শুরু হয়। ওয়ান-ইলেভেনের পরে পত্রিকাটির মালিক খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালু কারাগারে গেলে এর মালিকানায় পরিবর্তন হয়। তখন জাতীয় বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান পত্রিকাটির দায়িত্ব নেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারের সমালোচনায় মুখর ছিল পত্রিকাটি। এতে সরকারবিরোধীদের কাছে পত্রিকাটি জনপ্রিয়তা পেলেও ক্ষমতাসীনদের চক্ষুশূলে পরিনত হয়।